শিরোনাম
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

মুক্তিপণ আদায় ও নির্যাতনের পর কেটে দিল গৃহবধূর চুল

ঝালকাঠি প্রতিনিধি

গৃহবধূকে অপহরণ করে মুক্তিপণ আদায় ও নির্যাতনের পরে চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক শারমিন মৌসুমি কেকা ও শহর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপুসহ ছয়জনের নামে আদালতে মামলা হয়েছে। ঝালকাঠি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ নির্যাতনের শিকার মোসা. পারভীন (৩০) গতকাল এ মামলা করেন। জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ সদর থানার ওসিকে অভিযোগ এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশের পাশাপশি বাদীর নিরাপত্তা প্রদানের আদেশ দেন। মামলার অন্য আসামিরা হলেন আনিসুর রহমান তাপুর বোন সেলিনা আক্তার লাকি, আইরীন পারভীন এ্যানি, মহিলা লীগ নেত্রী রাখি আক্তার ও ফাতেমা শরীফ। অভিযুক্ত মহিলা লীগ নেত্রী শারমিন মৌসুমি কেকা বলেন, এটি সম্পূর্ণ বানোয়াট ঘটনা। পারিবারিক ঘটনায় আমাকে জড়ানো হয়েছে।

সর্বশেষ খবর