শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

‘রাজাকার’ বলায় আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার হোমনায় ‘রাজাকার’ বলায় ওয়ার্ড আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হলে তিনজনকে আটক করে পুলিশ। আদালতের মাধ্যমে গতকাল তাদের কারাগারে পাঠানো হয়।

জানা যায়, বুধবার সন্ধ্যায় হোমনা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবদুল কাদির প্রধানকে রাজাকার বলে সম্বোধন করেন প্রতিপক্ষের মোন্নাফ এবং মাসুম। কাদিরের ছেলে পৌর কাউন্সিলর কামাল হোসেন তাদের ডেকে নিয়ে এর কারণ জানতে চাইলে দুই পক্ষে সংঘর্ষ বাধে। এই ঘটনায় সাবেক বিআরডিবি চেয়ারম্যান ও যুবলীগ নেতা মেছবাহ উদ্দিনসহ ১৯ জনের নাম উল্লেখ করে কাউন্সিলরের ছেলে কামরুল হাসান বুধবার রাতে হোমনা থানায় মামলা করেন।

সর্বশেষ খবর