শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

তিন বছরেও বিল পাননি ঠিকাদার

ময়মনসিংহ প্রতিনিধি

২০১৬-১৭ অর্থ বছরে ময়মনসিংহ সদর উপজেলার সিরতা কাটা খালের উপর ৫৪ লাখ টাকা ব্যয়ে ৬০ ফুট দৈর্ঘ্যরে একটি সেতু নির্মাণের তিন বছর পেরিয়ে গেলেও ৩৮ লাখ টাকা বিল পায়নি ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজ। সরকারের কোষাগারে বিলের টাকা পড়ে থাকায় দুর্ভোগে পড়েছে ঠিকাদারী প্রতিষ্ঠানটি। তবে কর্তৃপক্ষ বলছেন সেতু নির্মাণে ত্রুটি থাকায় বিল দেওয়া হয়নি। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. জহুরুল ইসলাম জানান, ২০১৬-১৭ অর্থ বছরে সিরতা কাটা খালের উপর ৫৪ লাখ টাকা ব্যয়ে ৬০ ফুট দৈর্ঘ্যরে একটি সেতু নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হলে তিনি কাজ পান। পরে ২০১৭ সালের জুন মাসে নির্মাণ কাজ শেষ করেন। কাজ চলমান থাকা অবস্থায় ১৬ লাখ টাকা বিলও উত্তোলন করেন। কিন্তু নির্মাণের দুই মাস পর বন্যায় সেতুর নিচে মাটি সরে গিয়ে হেলে পড়ে। তখন সেতু হেলে পড়ার কারণ অনুসন্ধানে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরও নির্মাণ কাজে ত্রুটি পায়নি। ময়মনসিংহ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক রেজা ফারুক বলেন, অনেকদিন হয়ে যাওয়ায় সেতুর বিল সরকারি কোষাগারে চলে গেছে। এখন বিল পাওয়াটা অনিশ্চিত। তবে সেতুর ত্রুটি মেরামত করে মন্ত্রণালয় বরাবর আবেদন করলে বিল পাওয়ার সম্ভাবনা আছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সানোয়ার হোসেন বলেন, সেতুর নির্মাণ ত্রুটি নিয়ে উচ্চ পর্যায়ে তদন্ত হয়েছে। বিষয়টি নিয়ে তারা যে সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত।

সর্বশেষ খবর