শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

বাড়ি ফিরতে থানায় ধরনা!

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে হত্যার ঘটনায় চার মাস বাড়িছাড়া পরিবারগুলোর নারী সদস্যরা সন্তানদের নিয়ে গ্রামে ফিরতে থানায় ধরনা দিচ্ছেন। গতকাল দুপুরে ঝিনাইদহ সদর থানা চত্বরে পরিবারের সদস্যদের নিয়ে বসে থাকতে দেখা যায় প্রায় ২০ জনকে। থানায় আসা নারীরা জানান, গত ৫ জুন এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সদর উপজেলার হরিশংকপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হন। এ ঘটনায় মামলার পর থেকে আসামি পক্ষের লোকজনের বাড়িঘর ভাঙচুর করা হয়। গ্রেফতার ও হামলার ভয়ে পলাতক রয়েছে ওই গ্রামের অর্ধশত পরিবার। বাড়ি ভাঙচুরের পাশাপাশি এখন বসতবাড়ির গাছপালা কেটে নিচ্ছে প্রতিপক্ষ। গ্রামে গেলে মারধর করে তাড়িয়ে দেওয়া হচ্ছে। দিনের পর দিন বিভিন্ন স্থানে স্বজনদের বাড়িতে অবস্থান করতে হচ্ছে তাদের। সন্তানদের নিয়ে বাড়ি ফেরার ব্যবস্থা করতে সদর থানায় এসেছেন তারা। সদর থানার ওসি বলেন, হত্যার ঘটনায় জড়িতদের বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। যারা নির্দোষ তারা বাড়ি ফিরে যাবেন। কেউ বাঁধা দিলে পুলিশ ব্যবস্থা নেবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর