শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

যুবলীগ কর্মীর বাড়িতে ২৮ বস্তা ভিজিডির চাল

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

যুবলীগ কর্মীর বাড়িতে ২৮ বস্তা ভিজিডির চাল

নন্দীগ্রামে জব্দ চালের বস্তা

বগুড়ার নন্দীগ্রামে যুবলীগ কর্মীর বাড়ি থেকে ২৮ বস্তা ভিজিডির চাল জব্দ করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলামের নেতৃত্বে গতকাল ভাটগ্রাম ইউনিয়নের বর্ষন গ্রামের যুবলীগ কর্মী কামরুজ্জামানের বাড়িতে অভিযান চালানো হয়। জানা যায়, যুবলীগ কর্মী কামরুজ্জামানের বাবা মোকসেদ আলী ও তার সহযোগী আবু বক্কর সিদ্দিক সুবিধাভোগীদের কাছ থেকে কম দামে ভিজিডির চাল কিনে বাড়িতে মজুত করে রাখেন। খবর পেয়ে সহকারী কমিশনার নুরুল ইসলাম পুলিশ নিয়ে তল্লাশি চালিয়ে ৩০ কেজি ওজনের সরকারি ১৫ বস্তা ও প্লাস্টিকের ১৩ বস্তা ভিজিডির চাল জব্দ করেন। এ সময় মোকসেদ আলী ও তার সহযোগী আবু বক্কর পালিয়ে যায়। উপজেলা সহকারী কমিশনার জানান, ভিজিডির ২৮ বস্তা চাল জব্দ করা হয়েছে। কাউকে আটক করা সম্ভব হয়নি। জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা করা হবে।

সর্বশেষ খবর