শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

বৃষ্টিতে ডুবল খাদ্যগুদাম

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বৃষ্টিতে ডুবল খাদ্যগুদাম

বৃহস্পতিবার রাতের বৃষ্টিতেই ডুবে গেছে বগুড়ার আদমদীঘি উপজেলা সদর খাদ্যগুদাম। এতে গুদামে থাকা কয়েক কোটি টাকা মূল্যের ধান-চাল নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এছাড়া, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল, উপজেলা প্রাথমিক শিক্ষা, একটি বাড়ি একটি খামার, সমাজসেবা কার্যালয়সহ বিভিন্ন সরকারি দফতর জলমগ্ন হয়েছে। ডুবে গেছে উপজেলা ক্যাম্পাসের ভিতরের রাস্তাও। গুদাম কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্র জানায়, ১৯৯০ সালে বিএডিসির পরিত্যক্তপ্রায় সার গুদামকে সংস্কার করে লোকাল স্টোরেজ ডিপো বা এলএসডি খাদ্যগুদাম করা হয়। এতে ৭০০ মেট্রিক টন ধান ও চাল সংরক্ষণ করা হয়ে থাকে। নিষ্কাশন ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই খাদ্যগুদামসহ উপজেলার অধিকাংশ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।

সর্বশেষ খবর