শিরোনাম
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

টানা বর্ষণে দিনাজপুরে জলাবদ্ধতা, জনদুর্ভোগ

দিনাজপুর প্রতিনিধি

তিনদিনের অবিরাম বর্ষণে দিনাজপুর পৌরসভার উপশহরসহ খোদ মাধবপুর মিস্ত্রিপাড়াসহ কয়েক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে ড্রেন ও রাস্তার পানি এক হয়ে গেছে। চরম দুর্ভোগে পড়েছে এলাকাবাসী।  এলাকাবাসী জানায়, পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় টানা বর্ষণে তলিয়ে গেছে শহরতলীর খোদ মাধবপুর মিস্ত্রিপাড়ার কৃষকদের আমন ধানের খেত। দিনাজপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের উপশহর ও খোদ মাধবপুর মিস্ত্রিপাড়া এলাকার রাস্তায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। কৃষক আবু বকর সিদ্দিক জানান, পানি নিষ্কাশনের জন্য পুলহাট খোয়ারের পুল কাউলের মিলের পাশ দিয়ে একটি ড্রেন ছিল। পর্যায়ক্রমে মিলের ছাই পড়ে ড্রেনটি বন্ধ হয়ে যায়। ফলে টানা বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।

চাষি মুন্না বলেন, জলাবদ্ধতার সমস্যা বিভিন্ন দফতরকে জানানো হয়েছে। কিন্তু কোনো সমাধান পাওয়া যায়নি।

সর্বশেষ খবর