শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

সংযোগ সড়কের অভাবে চালু হচ্ছে না ব্রিজ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

সংযোগ সড়কের অভাবে চালু হচ্ছে না ব্রিজ

চুয়াডাঙ্গায় সংযোগ সড়কবিহীন সেতু -বাংলাদেশ প্রতিদিন

সংযোগ সড়ক না হওয়ায় চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামে মাথাভাঙ্গা নদীর ওপর নির্মিত ব্রিজটি দেড় বছরেও চালু হয়নি। ব্রিজের হাজরাহাটি অংশে অবৈধ স্থাপনা থাকায় সংযোগ সড়ক হচ্ছে না-দাবি এলজিইডির। ফলে দুই পাড়ের ১০-১৫ গ্রামের মানুষকে পোহাতে হচ্ছে দুর্ভোগ।  এলজিইডি সূত্র জানায়, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ২০১৭ সালে চুয়াডাঙ্গার হাজরাহাটি গ্রামে ৯৬ মিটার লম্বা ব্রিজ নির্মাণ শুরু হয়। ৬ কোটি ৯ লাখ টাকা ব্যয়ে নির্মাণ কাজ শেষ হয় ২০১৯ সালের শুরুর দিকে। এরপর পেরিয়ে গেছে প্রায় দেড় বছর। কিন্তু ব্রিজটি চালু করা যায়নি। এলজিইডি কর্তৃপক্ষ বলছে, ব্রিজের হাজরাহাটি অংশে সরকারি জমিতে কিছু অবৈধ স্থাপনা রয়েছে। কয়েকটি দোকানঘর ও একটি দ্বিতল ভবন আছে সেখানে। এগুলো অপসারণ করা না হলে সংযোগ সড়ক তৈরি করা যাচ্ছে না। অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য দখলদারদের পত্র দেওয়া হয়েছে। হাজরাহাটি গ্রামের সাইফুল ইসলাম পিনু জানান, ব্রিজ চালু না হওয়ায় অন্তত ৩০ কিলোমিটার ঘুরে বিকল্প পথে চুয়াডাঙ্গায় যাতায়াত করতে হয়। তাছাড়া ব্রিজের দুই পাশ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। কাজ অসমাপ্ত থাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। চুয়াডাঙ্গা এলজিইডির নির্বাহী প্রকৌশলী অমিতাভ সানা জানান, অচিরেই অবৈধ স্থাপনা সরিয়ে নির্মাণ কাজ শেষ করা হবে।

সর্বশেষ খবর