রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

পরিকল্পিত বর্জ্যব্যবস্থাপনা হয়নি ১২৫ বছরেও

চাঁদপুর প্রতিনিধি

পরিকল্পিত বর্জ্যব্যবস্থাপনা হয়নি ১২৫ বছরেও

চাঁদপুর পৌরএলাকায় যত্রতত্র ফেলে রাখা ময়লা

১২৫ বছরেও হয়নি চাঁদপুর পৌরসভার পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা। ফলে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বর্জ্য ফেলে পরিবেশ দূষণসহ সৌন্দর্য নষ্ট করা হচ্ছে। সঠিক বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় ভোগান্তি শিকার হচ্ছেন পৌরবাসী। বর্জ্য ব্যবস্থাপনার স্থায়ী উদ্যোগ নিতে না পারার বিষয়টি স্বীকারও করেছে পৌর কর্তৃপক্ষ। জানা যায়, চাঁদপুর পৌরসভায় প্রায় দেড় লাখ মানুষের বাস। প্রথম শ্রেণির এই পৌরসভায় বর্জ্য  ফেলার স্থায়ী ব্যবস্থা নেই। পৌর নাগরিকরা যেখানে সেখানে ফেলছে ময়লা-আবর্জনা। পৌর কর্তৃপক্ষ শহরের কিছু স্থান ময়লা ফেলার জন্য  নির্ধারণ করে দিলেও, তা নিয়ে নাগরিকদের মধ্যে রয়েছে প্রশ্ন। বিশেষ করে চাঁদপুর সরকারি মহিলা কলেজ, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়, হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই অস্থায়ী ময়লা ফেলার স্থান নির্ধারণ করা হয়েছে। এতে পথচারি, যাত্রীসহ সব শ্রেণির নাগরিকদের ভোগান্তি হচ্ছে। দূষিত হচ্ছে পরিবেশ। চিত্রলেখা এলাকার বাসিন্দা বেলায়েত হোসেন জানান, এই এলাকার বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানের বর্জ্য এখানে ফেলা হচ্ছে। এতে পরিবেশের বিপর্যয় ঘটছে। রাস্তা দিয়ে চলাচলকারীরা ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ হচ্ছেন। পৌর কর্তৃপক্ষ শহরের সব বর্জ্য স্বর্ণখোলা রোডের লাশ ঘরের পাশেই রাখছেন। এতে ওই এলাকার নাগরিকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সচেতন নাগরিক কমিটি (সনাক) চাঁদপুরের সভাপতি অধ্যাপক মোশারফ হোসেন জানান, যতই উন্নয়ন করা হোক না কেন, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা না থাকলে সেই উন্নয়ন ভেস্তে যাবে। পৌর কর্তৃপক্ষ ময়লা ফেলার স্থান নির্ধারণ করতে না পারাটা ব্যর্থতা। এতে করে মানুষের স্বাস্থ্যহানি ও শহরের সৌন্দর্য্য নষ্ট হচ্ছে। চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র সিদ্দিকুর রহমান ঢালী জানান, পৌরসভায় বর্জ্য অপসারণে প্রায় ৪০০ স্থায়ী পরিচ্ছন্ন কর্মী এবং মাস্টার রোলে ২০ জন কর্মী কাজ করছেন। এই খাতে পৌরসভাকে প্রতিমাসে প্রায় ১৫ লাখ টাকা ব্যয় করতে হয়। মেয়র ও পৌর পরিষদ একটি পরিকল্পনা হাতে নিয়েছে। যাতে স্বর্ণখোলা রোডে বর্জ্য ডাম্পিং পয়েন্টকে সংস্কার করে নতুনভাবে সাজানোর বিষয়টি রয়েছে। পাশাপাশি পৌর পরিষদ শহরের আশপাশে কিছু জমি কেনারও প্রস্তাব করা হয়েছে।

সর্বশেষ খবর