রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

বৃষ্টি হলেই স্কুলমাঠে হাঁটুপানি

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বৃষ্টি হলেই হাঁটুপানি জমে বগুড়ার সোনাতলা উপজেলায় উত্তর গোসাইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। বছরের ৯ মাসই মাঠে থাকে জলাবদ্ধতা। বাকিটা সময়ও মাঠ স্যাঁতস্যাঁতে থাকায় শিক্ষার্থীরা বছরের বেশিরভাগ সময় পানিবাহিত রোগ ডায়রিয়া, আমাশয়সহ পেটের রোগে ভোগে। শিক্ষার্থী জানায়, যখন স্কুল খোলা থাকে মাঠের পানির মধ্য দিয়ে তাদের শ্রেণিকক্ষে যাওয়া-আসা করতে হয়। এতে হাত-পা চুলকায় এবং চর্মরোগে আক্রান্ত হতে হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রফিকুল ইসলাম হান্নু জানান, বছরের বেশিরভাগ সময় খেলার মাঠে পানি জমে থাকায় শিক্ষার্থীরা বিনোদন থেকে বঞ্চিত হচ্ছে। প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন জানান, বিদ্যালয়ের খেলার মাঠে মাটি ভরাটের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রবীন্দ্র নাথ সাহা জানান, ওই বিদ্যালয়ের খেলার মাঠটি নিচু হওয়ায় পানি আটকে থাকে। খেলার মাঠে মাটি ভরাটের দায়িত্ব আমাদের নয়।

সর্বশেষ খবর