সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

সড়কে ঝরল পাঁচ প্রাণ

প্রতিদিন ডেস্ক

সড়কে ঝরল পাঁচ প্রাণ

সড়ক দুর্ঘটনায় চার জেলায় পাঁচজন প্রাণ হারিয়েছেন। গতকাল বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের খবর- গাজীপুরে ২ : গাজীপুরে পৃথক দু’টি সড়ক দূর্ঘটনায় প্রতিবন্ধি শিশুসহ দু’জন নিহত ও দুইজন আহত হয়েছে। নিহতরা হলো-ময়মনসিংহের নান্দাইল থানার জালুয়া বাটি সাবার এলাকার ইউনুস মিয়ার ছেলে তুহিন মিয়া (১১) এবং ময়মনসিংহের ত্রিশাল থানার ঠাকুর নালা এলাকার মতিন মোল্লার ছেলে শিবলী সাদিক (৩৮)। এদের মধ্যে তুহিন মিয়া প্রতিবন্ধি ও শিবলী সাদিক প্রাণ আরএফএল কারখানায় চাকরি করতেন। সড়ক মেরামত কাজে নিয়োজিত বালুবোঝাই ট্রাক কাশিমপুর বাজার রোডের হাজীপাড়া এলাকায় ইউনুস মিয়ার প্রতিবন্ধি ছেলে তুহিনকে চাপা দেয়। চোখের ডাক্তার দেখিয়ে প্রাণ আরএফএল কারখানার কর্মী শিবলী সাদিক গতকাল জয়দেবপুর থেকে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশায় ঘোড়াশাল যাচ্ছিলেন। পথে ওভারটেক করার সময় পেছন থেকে আসা প্রাইভেটকারের সঙ্গে মৃদু ধাক্কা লাগে। ক্ষুব্ধ হয়ে অটোরিকশার চালক প্রাইভেটকারের পিছু নেয়। বেপরোয়া গতিতে যাওয়ার পথে বেলা সাড়ে ১১টার দিকে চালক নিয়ন্ত্রণ হারালে অটোরিকশাটি নলছাটা ব্রিজের পশ্চিম পাশে শিমুলিয়া এলাকায় উল্টে যায়। এতে মাথা ও চোখের বাম পাশে আঘাত পেয়ে আরোহী শিবলী  নিহত ও অপর দুজন আহত হন।

বিজয়নগরে ট্রাক উল্টে যুবক :  ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বালিবাহী ট্রাক উল্টে খোকন নামের এক যুবক নিহত হয়েছে। খোকন উপজেলার চান্দুরা ইউনিয়নের ইব্রাহীমপুর গ্রামের মধু মিয়ার ছেলে।  শিবচরে অটোর ধাক্কায় শিশু :  মাদারীপুরের শিবচর উপজেলার বন্দরখোলা গ্রামে অটোরিকশার ধাক্কায় ইব্রাহিম (৮) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল বিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম শিবচরের রিয়াজ উদ্দিন মাদবরকান্দি গ্রামের ফারুকের ছেলে। 

সীতাকুন্ডে পুলিশ কর্মকর্তা :  সীতাকু- উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারিয়েছেন হাইওয়ে পুলিশ কর্মকর্তা মাহবুবুর রহমান। এই ঘটনায় নোমান নামে এক পুলিশ কনস্টেবলও আহত হয়েছেন। গতকাল ভোরে বাঁশবাড়িয়া এলাকার ইউনিটেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহবুবুর রহমান বার আউলিয়া হাইওয়ে থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি কুমিল্লা জেলার দক্ষিণ সদর থানার ডুবুরিয়া গ্রামে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর