সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

এক পলক

আখ খেতে নারীর লাশ

টাঙ্গাইলের নাগরপুরে আখ খেত থেকে অজ্ঞাত নারীর (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে উপজেলার দপ্তিয়র ইউনিয়নের পাঁচ আরড়া গ্রামে আখ খেত থেকে সেলোয়ার কামিজ পরা অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার ওসি আলম চাঁদ। -টাঙ্গাইল প্রতিনিধি

পানিতে ডুবে যুবকের মৃত্যু

টাঙ্গাইলের নাগরপুরের সলিমাবাদ ইউনিয়নের পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট যমুনা নদীতে ডুবে গতকাল দুপুরে আকাশ মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সলিমাবাদ গ্রামের মনজুর মিয়ার ছেলে।-টাঙ্গাইল প্রতিনিধি

বিড়ি ভোক্তাদের স্মারকলিপি

চলতি অর্থবছরের বাজেটে বিড়ির ওপর বৃদ্ধি করা অতিরিক্ত ৪ টাকা শুল্ক কমানোর দাবিতে সিলেট কাস্টমস অফিস ঘেরাও করে মানববন্ধন করেছে বিড়ি ভোক্তারা। পরে স্মারকলিপি প্রদান করা হয়। ভোক্তারা বলেন, বিড়ি শিল্পের সঙ্গে সমাজের অসহায় হতদরিদ্র, বিধবা, স্বামী-পরিত্যক্তা ও নদী ভাঙনকবলিত এলাকার মানুষ জড়িত। নিম্নস্তরের সিগারেট প্যাকেটপ্রতি ১০০ টাকা করতে হবে। প্রতি প্যাকেট বিড়ি ১০ টাকা করতে হবে। নকল বিড়ির ব্যবসা বন্ধ করতে হবে। বক্তৃতা করেন মসিয়ার রহমান, জাকির হোসেন,    এনসান আলি। সভাপতিত্ব করেন সাহাবুদ্দিন। মানববন্ধন শেষে সিলেট কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। -বিজ্ঞপ্তি

মধুপুরে গরু বিতরণ

মধুপুরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থসামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে উন্নত জাতের ক্রসবিড বকনা গরু বিতরণ করা হয়েছে।

গতকাল জলছত্র ফুটবল মাঠে গরু বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় প্রাণি সম্পদ অধিদপ্তরের উপ-পরিচালক ডা. আতাউর রহমান চৌধুরী।-টাঙ্গাইল প্রতিনিধি

বিআরটির সেবা সপ্তাহের উদ্বোধন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে দেশের অন্যান্য স্থানের মতো বরিশালেও বিআরটিএ’র বিশেষ সেবা সপ্তাহের উদ্বোধন হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বেলা পৌনে ১২টায় বেলুন-ফেস্টুন উড়িয়ে এবং ফিতা কেটে বরিশালে এই সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। এ সময় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটি) বরিশালের বিভাগীয় উপ-পরিচালক প্রকৌশলী মো. জিয়াউর রহমান ও সহকারী পরিচালক প্রকৌশলী মো. আতিকুল আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

-নিজস্ব প্রতিবেদক, বরিশাল

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর