মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

হবিগঞ্জে বেহাল সড়কে দুর্ভোগ, ঘটছে দুর্ঘটনা

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে বেহাল সড়কে দুর্ভোগ, ঘটছে দুর্ঘটনা

হবিগঞ্জ-লাখাই ও আজমিরীগঞ্জ-বানিয়াচং ভায়া শিবপাশা সড়কে খানাখন্দ

হবিগঞ্জ-লাখাই ও আজমিরীগঞ্জ-বানিয়াচং ভায়া শিবপাশা সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। যাত্রী দুর্ভোগ নিরসনে দ্রুত রাস্তা মেরামতের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

হবিগঞ্জ-লাখাই সড়কের বুল্লাবাজার নামক স্থানে বেহাল দশায় যাত্রী দুর্ভোগ চরমে উঠেছে। সড়কের ওই স্থানে ভাঙন ও গর্তের সৃষ্টি হয়েছে। গর্তগুলো দিন দিন বড় হচ্ছে। সামান্য বৃষ্টিতে গর্তে পানি জমে তা পুকুরে পরিণত হয়। গর্তে প্রায়ই গাড়ি আটকা পড়ে সড়ক অচল হয়ে পড়ে। এমন কি পায়ে হেঁটে চলাফেরা করার সময় পরনের জামাকাপড় কাদা পানি লেগে নষ্ট হয়ে যায়। এতে দুর্ভোগের শিকার হচ্ছে লাখাই-হবিগঞ্জ-অষ্টগ্রাম ও নাসিরনগরসহ ওই রাস্তা দিয়ে চলাচলরত যাত্রীরা। লাখাই-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ব্রিজের গোড়া অধিকাংশই ভাঙা। অপরদিকে আজমিরীগঞ্জের শিবপাশা বাজারে রাস্তার কার্পেটিং ভেঙে উঠে গেছে। ফলে রাস্তার ভাঙা অংশে পানি জমে কাদার সৃষ্টি হয়েছে। ওই রাস্তায় চলতে গিয়ে দুর্ভোগ            পোহাচ্ছেন পথচারিরা। তাছাড়া আজমিরীগঞ্জের কুশিয়ারা নদীর সুজনী খালের উপর নির্মিত ব্রিজের গোড়ার মাটি ভেঙে পড়ে গর্তের সৃষ্টি হয়েছে।

সর্বশেষ খবর