মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
নেত্রকোনায় ট্রলারডুবি

‘অদক্ষ চালকের কারণেই ট্রলার ডুবে যায়’

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গুমাই নদীতে ট্রলারডুবিতে ১২ জন নিহতের ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। গতকাল তারা জেলা প্রশাসকের কার্যালয়ে এই প্রতিবেদন জমা দেন।

প্রতিবেদনের বরাত দিয়ে জেলা প্রশাসক কাজী আবদুর রহমান জানান, প্রতিবেদনে বলা হয়, অদক্ষ চালকের ওভারটেকের কারণেই ট্রলারটি ডুবে যায়। ট্রলারটিতে কলমাকান্দার রাজনগর ঘাটে যাত্রী তোলার জন্য আহ্বান ছিল। এ সময় একটি বলগেটকে ওভারটেক করতে গিয়ে ট্রলারটি ডুবে যায়। এতে ১২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চালকসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, গত নয় সেপ্টেম্বর সকালে সুনামগঞ্জের মধ্যনগর থেকে ঠাকুরাকোনায় যাওয়ার পথে গুমাই নদীতে যাত্রীবাহী ট্রলারডুবিতে ১২ জনের মৃত্যু হয়। এ ঘটনায় সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার আবদুল ওয়াহাব (৪০) কলমাকান্দা থানায় মামলা করেন। ট্রলারডুবিতে তার স্ত্রী, ছেলে ও মেয়ে মারা যায়।

সর্বশেষ খবর