মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

এক পলক

স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

ফরিদপুরে হাসি বেগম (২৮) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী জাহাঙ্গীর মীরকে (৩৪) যাবজ্জীবন কারাদন্ড  দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদ  দেওয়া হয়। গতকাল ফরিদপুরের বিশেষ জজ আদালতের বিচারক মতিয়ার রহমান এই আদেশ দেন। জাহাঙ্গীরের বাড়ি ফরিদপুর সদরের বঙ্গেশ্বরদী গ্রামে।

-ফরিদপুর প্রতিনিধি

নির্ধারিত তারিখে পৌর নির্বাচন দাবি

নির্ধারিত তারিখে চাঁদপুর পৌরসভার নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। রবিবার রাতে  সংবাদ সম্মেলনের আয়োজন করেন চাঁদপুর পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জিল্লুর রহমান জুয়েল। তিনি সংবাদ সম্মেলনে জানান, নির্ধারিত সময়ের নির্বাচন বানচাল করার জন্য একটি মহল কাজ করে যাচ্ছে। কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না। আগামী ১০ অক্টোবর নির্ধারিত তারিখে পৌরবাসী তাদের ভোটাধিকার প্রয়োগ করে নিজেদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করবে।-চাঁদপুর প্রতিনিধি

দুই মাস পর কবর থেকে লাশ উত্তোলন

কোর্টের নির্দেশে তদন্তের জন্য দুই মাস চারদিন পর গতকাল কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিয়নে বড়ডুবি গ্রামে ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ও সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলমের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়। গত ১৬ জুলাই রাত ৯ টার সময় উসমান আলী তার নিজ বাড়ির পাশের গোয়াল ঘরে গরু দেখতে যান। অনেক সময় পার হওয়ায় বড় ভাই মনীর তার খোঁজে বের হয়ে গোয়াল ঘরের কাছে দেখতে পান উসমান পড়ে আছে। এরপর তাকে শেরপুর সদর হাসপাতালের নিয়ে গেলে চিকিৎসক উসমানকে মৃত ঘোষণা করেন। পরের দিন ১৭ জুলাই উসমানের লাশ দাফন কাফন সম্পন্ন করা হয়।  ঘটনার এক মাস পর মৃত উসমানের ভাই আছিমুদ্দিন ধারণা  করে যে তার ভাইকে খুন করা হয়েছে।

-শেরপুর ও নালিতাবাড়ী প্রতিনিধি

বিনামূল্যে সার বিতরণ

২০২০-২১ অর্থবছরের চলতি খরিপ-২ মৌসুমে মাষকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় শেরপুরের নকলা উপজেলার তিনটি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক ৩০০ কৃষকের মধ্যে গতকাল বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও জাহিদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য দেন শাহ মো. বোরহান উদ্দিন, মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সারোয়ার আলম তালুকদার, পরেশচন্দ্র দাস প্রমুখ।-নকলা প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর