মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

সোনাতলায় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের ৫৩টি পদ শূন্য

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার সোনাতলায় ১২৩ জন প্রধান শিক্ষকের মধ্যে ১২ জনের পদ শূন্য রয়েছে। এ ছাড়াও ৬০১ জন সহকারী শিক্ষকের মধ্যে ৪১ জন শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। সূত্র জানায়, সোনাতলা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকের ১২৩টি পদ রয়েছে। এর মধ্যে কর্মরত রয়েছেন ১০৯ জন, বরখাস্ত দুজন এবং শূন্য রয়েছে ১২ জন। এ ছাড়াও ১২৩ জন প্রধান শিক্ষকের মধ্যে পাঁচজন শিক্ষকের বিরুদ্ধে আদালতে মামলা রয়েছে। উপজেলায় সহকারী শিক্ষকের পদ রয়েছে ৬০১টি। এর মধ্যে কর্মরত ৫৫৭ জন। তিনজন বরখাস্ত এবং ৪১টি পদ শূন্য। বগুড়ার সোনাতলা উপজেলা শিক্ষা কর্মকর্তা রবীন্দ্র নাথ সাহা জানান, করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে প্রাথমিক শিক্ষা অধিদফতর শিক্ষক নিয়োগ বন্ধ রাখায় ওই পদগুলো ফাঁকা রয়েছে। অবসর ও মৃত্যুজনিত কারণে পদগুলো শূন্য হয়ে যায়।

সর্বশেষ খবর