শিরোনাম
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

জামালপুরে হত্যার দায়ে যাবজ্জীবন

জামালপুর প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে খাস জমি নিয়ে বিরোধের জেরে মুক্তিযোদ্ধা ইন্তাজ আলীর বাক ও শারীরিক প্রতিবন্ধী মেয়ে এলে রানী হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে জেলা ও দায়রা জজ আদালত। গতকাল জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন চাঞ্চল্যকর এই হত্যা মামলার রায় দেন। গত ২০১৪ সালের ২৮ জানুয়ারি বকশীগঞ্জের গাজীর পাড়া গ্রামের নিজ বসতঘর থেকে মুক্তিযোদ্ধা ইন্তাজ আলীর বাক ও শারীরিক প্রতিবন্ধী মেয়ে এলে রানীর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের বাবা বকশীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। রায়ে বকশীগঞ্জের গাজীর পাড়া গ্রামের সাদা মিয়ার ছেলে মানিক মিয়াকে (৩৫) যাবজ্জীবন সশ্রম কারাদ- ও ১০ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়।

সর্বশেষ খবর