বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

এক পলক

এক পলক

হাসপাতালে হাইফ্লো অক্সিজেন স্থাপন

লক্ষ্মীপুরে সদর হাসপাতালে ৬৫ লাখ টাকা মূল্যের অত্যাধুনিক প্রযুক্তির কেন্দ্রীয় হাইফ্লো অক্সিজেন সরবরাহ ব্যবস্থা স্থাপন করেছে গ্রেট ওয়াল সিরামিক ইন্ডাস্ট্রিজ। একইসঙ্গে করোনায় অর্থনৈতিক মন্দাভাব কাটিয়ে তুলতে জেলার ৫টি উপজেলার ৫৮টি ইউনিয়নের প্রতিটি ইউনিয়নে ২ লাখ টাকা করে মোট ১ কোটি ১৬ লাখ টাকা অনুদান দিয়েছে প্রতিষ্ঠানটি। গতকাল দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। -লক্ষ্মীপুর প্রতিনিধি

 

খালে নারীর মরদেহ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় খাল থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে উপজেলার চানন্দী ইউনিয়নের মোরশেদ বাজার তদন্ত কেন্দ্রের পূর্ব রহমতপুর কেরিং চর খালের মুখ থেকে (২৫) বছর বয়সী ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের বলেন, ধারণা করা হচ্ছে মরদেহটি নদীর জোয়ারের পানিতে ভেসে এসেছে। -নোয়াখালী প্রতিনিধি

 

মানববন্ধনে হামলা

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের মানববন্ধন কর্মসূচিতে ছাত্রলীগের কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় ছাত্র অধিকার পরিষদের অন্তত পাঁচ কর্মী আহত হয়েছেন। গতকাল টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে এ হামলার ঘটনা ঘটে। সংগঠনের জেলা শাখার সমন্বয়ক সদস্য মোহাম্মদ আলিফ অভিযোগ করেন, মানববন্ধন প্রায় ৩০ মিনিট চলার পর অতর্কিতে হামলা চালানো। এতে সংগঠনের অন্তত ৫ জন আহত হয়।  -টাঙ্গাইল প্রতিনিধি

 

মাগুরায় তালবীজ রোপণ কর্মসূচি

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বজ্রপাত নিরোধ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় পাঁচ হাজার তালবীজ ও অন্যান্য বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে সুপ্রভাত বাংলাদেশ নামে একটি সংগঠন। মাগুরা যুব উন্নয়ন অধিদপ্তরের যুব ভবন প্রাঙ্গণে গতকাল কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। উপস্থিত ছিলেন- শাহিদুল ইসলাম, শামীম খান, আনিচুর রহমান খোকন, শেখ রেজাউল ইসলাম, ফারুক রেজা ঝন্টু, খান শফি উল্লাহ প্রমুখ । -মাগুরা প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর