বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

বগুড়ায় বিএনপির প্রতিনিধি সভায় হট্টগোল, ধাওয়া-পাল্টা ধাওয়া

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে প্রতিনিধি সভায় চেয়ার-টেবিল ভাঙচুর, হট্টগোল ও ধাওয়া- পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

জানা গেছে, গতকাল বিকালে বগুড়া শহরের নবাববাড়ি সড়কে জেলা বিএনপির কার্যালয়ে জেলা, উপজেলা ও পৌর বিএনপির প্রতিনিধি সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোহাম্মদ সিরাজ। সভায় জেলা, উপজেলা ও পৌর বিএনপির সব আহ্বায়ক কমিটির মেয়াদ আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত বাড়ানো হয়। সভার একপর্যায়ে কয়েক যুবক শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে হট্টগোল শুরু করে। যুবক দল সিনিয়র নেতাদের কথা না শুনেই চেয়ার তুলে ছুঁড়তে থাকে। টেবিল ভাঙার চেষ্টা করে। এ সময় সভায় উপস্থিত জেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলের নেতাকর্মীরা হট্টগোল করা যুবকদের ধাওয়া করে। এ সময় বিএনপি কার্যালয় থেকে যুবকরা বের হয়ে মুখোমুখি হয়ে মারপিট ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে। বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাড. সাইফুল ইসলাম জানান, সভা চলাকালে কয়েক যুবক হট্টগোল করার চেষ্টা করেছে। যারা এমন কাজ করেছে তাদের চিহ্নিত করা হবে।

শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য মীর শাহে আলম বলেন, শুধু শিবগঞ্জ নয়, সব কমিটির মেয়াদ বাড়ানো হয়েছে ফেব্রুয়ারি পর্যন্ত। বহিরাগত লোকজন শিবগঞ্জের কমিটি নিয়ে প্রতিনিধি সভা চলাকালে হট্টগোল করার চেষ্টা করেছিল।

সর্বশেষ খবর