বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

সড়ক যোগাযোগ বন্ধে দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার সোনাতলা-সারিয়াকান্দি সড়কের বুড়ামেলা নামক স্থানে সুখদহ নদীর অব্যাহত ভাঙনে ব্রিজের দক্ষিণ পাশের অ্যাপ্রোচ ধসে গিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সেই সঙ্গে পথচারীদের যাতায়াতে দুর্ভোগ চরমে উঠেছে। একটি সড়ক ও একটি ব্রিজ সংস্কারের অভাবে প্রায় ৪ লাখ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা যায়, বগুড়া জেলার সোনাতলা-সারিয়াকান্দি সড়কের সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের বুড়ামেলা নামক স্থানে সুখদহ নদীর অব্যাহত ভাঙনে ওই স্থানের ব্রিজের দক্ষিণ পাশের অ্যাপ্রোচের মাটি সরে যাওয়ায় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে ওই দুটি উপজেলার ১৯টি ইউনিয়নের প্রায় ৪ লাখ মানুষের প্রতিনিয়ত যাতায়াতের ক্ষেত্রে ভোগান্তির সৃষ্টি হচ্ছে। সোনাতলা উপজেলার জোড়গাছা ইউপি চেয়ারম্যান মো. রোস্তম আলী মন্ডল জানান, জরুরি ভিত্তিতে সড়কটি মেরামত করা প্রয়োজন। সোনাতলা উপজেলা প্রকৌশলী মো. রাশেদ ইমরানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সংশ্লিষ্ট স্থানটি মেরামত করার জন্য এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে অবগত করা হয়েছে।

সর্বশেষ খবর