বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

এক পলক

গাড়িচাপায় মৃত্যু

চট্টগ্রাম বন্দরের সিসিটি ২ নম্বর গেইট সংলগ্ন আইসিডি ইয়ার্ডের স্ট্র্যাডেল ক্যারিয়ারের (ফোর-হাই) গাড়িচাপায় মো. জিসান (২৫) নামে ট্রেইলার সহকারির মৃত্যু হয়েছে। গতকাল এ দুর্ঘটনা ঘটে। মো. জিসান চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গুনাগরি গ্রামের মো. সেলিমের পুত্র।    

-নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ডিবি পরিচয়ে তুলে নিয়ে ছিনতাই

পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিচয় দিয়ে দেশের বিভিন্ন স্থানে ছিনতাই-ডাকাতি করেছে এমন চারজনকে গ্রেফতার করেছে কুমিল্লা জেলা পুলিশ। গ্রেফতার চারজনের পেশা ছিলো ডিবি পুলিশ পরিচয় দিয়ে মানুষকে তুলে নিয়ে যাওয়া। কুমিল্লা ডিবি পুলিশের টিমের সদস্যরা মঙ্গলবার ঢাকার সাভার এবং গাজীপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে। গতকাল কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম সংবাদ সম্মেলনে ছিনতাইকারী চক্রের সদস্যদের গ্রেফতার এবং সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি ঘটনার তথ্য প্রদান করেন।

-কুমিল্লা প্রতিনিধি

নদীতে নারীর লাশ

নওগাঁর রানীনগরে ছোট যমুনা নদী থেকে লাইলি বেগম (৭০) নামে এক নারীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে উপজেলার ছোট যমুনা নদীর বেতগাড়ি ব্রিজের পাশ থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। লাইলি বেগম নওগাঁর বদলগাছী উপজেলার বেগুনজোয়ার গ্রামের শরিফ উদ্দিন প্রামানিকের স্ত্রী।

-নওগাঁ প্রতিনিধি

কুপিয়ে জখম

খুলনার দৌলতপুরে পাওনা টাকা চাওয়ায় শাহিন শেখ (৪২) নামে এক ব্যবসায়ীকে কুপিয়েছে দুর্বৃত্তরা। গতকাল উপজেলার কার্তিককুল বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে খুলনা মেডিকেলে ভর্তি করা হয়েছে। শাহিন মহেশ্বরপাশা কার্তিককুল এলাকার সোবাহান শেখের ছেলে। দৌলতপুর থানার ওসি হাসান আল মামুন জানান, প্রাথমিকভাবে রাজীব নামে এক যুবক এ ঘটনায় জড়িত বলে জানা গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।

-নিজস্ব প্রতিবেদক, খুলনা

ঝিনাইদহে ৫ হাজার তালবীজ রোপণ শুরু

মুজিববর্ষ উপলক্ষে প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাত রোধে ঝিনাইদহে ৫ হাজার তালবীজ রোপণ শুরু হয়েছে। গতকাল সদর উপজেলার ডেফলবাড়ী গ্রামে এ কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ। ‘এসো দেশ গড়ি জহির রায়হান গ্রন্থাগার’র আয়োজনে আগামী এক সপ্তাহের মধ্যে সদর উপজেলার বিভিন্ন গ্রামে ৫ হাজার তালবীজ রোপণ করা হবে বলে জানান গ্রন্থাগারের পরিচালক জহির রায়হান।-ঝিনাইদহ প্রতিনিধি

মধ্যপাড়ায় তিন শিফটে পাথর উত্তোলন শুরু

করোনার সময়েও সব রকম স্বাস্থ্যবিধি মেনে উন্নয়ন যাত্রা অব্যাহত রাখতে ফের তিন শিফটে পুরোদমে পাথর উত্তোলন শুরু করেছে জার্মানিয়া টেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)। দেশের উন্নয়নে মধ্যপাড়া পাথর খনির পাথর ব্যবহারের কথা মাথায় রেখে উত্তোলনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে গত মাসের প্রথম সপ্তাহ থেকে জিটিসি প্রথম শিফট এবং পরে দ্বিতীয় শিফটে উৎপাদন শুরু করে। জিটিসি মাসিক ১ লাখ ২০ হাজার মেট্রিক টন পাথর উত্তোলনের লক্ষ্যমাত্রা নিয়ে অতি দ্রুত গতকাল থেকে পুরোদমে তিন শিফটে পাথর উত্তোলন ও উন্নয়ন কাজ শুরু করে। -দিনাজপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর