বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

নন্দীগ্রামে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। আকাশে মেঘ দেখলেই বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। আর একটু ঝড়-বৃষ্টি হলে বিদ্যুৎ চলে যাওয়ার পর দীর্ঘ সময় পর ফেরে। এছাড়া সকাল-সন্ধ্যা ও নামাজের মতো স্পর্শকাতর সময়েও লোডশেডিং দেওয়া হয়। ভুক্তভোগীদের অভিযোগ, বিদ্যুৎ কর্তৃপক্ষের ইচ্ছা-অনিচ্ছায় চলেছে এখানের বিদ্যুৎ ব্যবস্থা। উপজেলার ৫২ হাজার গ্রাহকের দুর্ভোগের বিষয়টি বিদ্যুৎ কর্তৃপক্ষ মোটেই আমলে নিচ্ছেন না। উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি তীর্থ সলিল রুদ্রসহ অনেকেই বলেন, বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ উপজেলাবাসী। বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির নন্দীগ্রাম এলাকার সহকারী জেনারেল ম্যানেজার মাজহারুল ইসলাম বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক সময় বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হয় না।

 

সর্বশেষ খবর