শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

২০ বছর পর পেল পিতার স্বীকৃতি

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে এক শ্রবণ প্রতিবন্ধীর সন্তানের পিতার স্বীকৃতির দাবিতে করা মামলায় আসামিকে ১০ বছরের কারাদ- ও ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আদেশ দেওয়া হয়েছে সন্তানকে পিতার স্বীকৃতি দিতে। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা গতকাল এ আদেশ দেন। মামলার আসামি শামসুল হক হাওলাদার পলাতক রয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, কালকিনি উপজেলার দক্ষিণ কানাইপুর গ্রামের ইয়াসিনের ছেলে শামসুল হক বিয়ের ভুয়া কাগজপত্র তৈরি করেন। পরে গদাধরদী গ্রামের শ্রবণ প্রতিবন্ধী এক মেয়ের সঙ্গে স্বামী-স্ত্রী হিসেবে শারীরিক সম্পর্ক স্থাপন করে। এতে ওই প্রতিবন্ধী গর্ভবতী হয়ে পড়লে শামসুল তাকে স্ত্রীর স্বীকৃতি দিতে অস্বীকার করে। এই ঘটনায় একাধিকবার শালিস হলেও কোনো সুরাহা হয়নি। ১৯৯৯ সালের ২৮ অক্টোবর মেয়ের গর্ভের সন্তানের ও মেয়েকে স্ত্রীর স্বীকৃতির দাবিতে আদালতে মামলা করেন ভুক্তভোগীর বাবা। কালকিনি থানা পুলিশ ওই বছরের ১৮ নভেম্বর ঘটনার সত্যতা পেয়ে আদালতে চার্জশিট জমা দেন।

সর্বশেষ খবর