শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

চিংড়ি মাছে জেলি

কুমিল্লা প্রতিনিধি

ওজন বাড়ানো ও সতেজ রাখার জন্য চিংড়ি মাছে মেশানো হয় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক জেলি। গতকাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার অভিযানে ধরা পড়ে বিষয়টি। এমন অপরাধে মাছ ব্যবসায়ীকে জরিমানা ও মাছগুলোকে ধ্বংস করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, নগরীর রাজগঞ্জ ও টমসমব্রিজ বাজারে অভিযান পরিচালনা করে চিংড়ি মাছে রাসায়নিক জেলি পাওয়া যায়। এসব জেলি স্বাস্থ্যর জন্য ক্ষতিকর।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর