শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলার প্রতিবাদ

দিনাজপুর প্রতিনিধি

মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলার প্রতিবাদ

মুক্তিযোদ্ধার পরিবারের ওপর হামলা ও সীমানা প্রাচীর ভাঙচুরের প্রতিবাদ এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনাজপুরের বীরগঞ্জে মানববন্ধন হয়েছে। উপজেলা সদরের বিজয় চত্বরে গতকালের এ মানববন্ধনে বৃষ্টি উপেক্ষা করে স্থানীয় মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের শতাধিক লোক অংশ নেন। পরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি দেওয়া হয়। জানা যায়, ২০০১ সালে উপজেলার মোহনপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের নামে ৫৩ শতক খাস জমি পত্তন দেয় সরকার। সেই জমি নিয়ে একই এলাকার মাটিয়াকুড়া গ্রামের উজ্জ্বল ইসলামের সঙ্গে বিরোধ চলছে। মুক্তযোদ্ধা মোজাম্মেল হকের আবেদনের পরিপ্রেক্ষিতে উভয় পক্ষকে নোটিস পাঠিয়ে গত ১৯ আগস্ট ওই জমির সীমানা নির্ধারণ করে দেন সহকারী কমিশনার (ভূমি)। ২৭ আগস্ট উজ্জ্বলের নেতৃত্বে হামলা চালিয়ে সীমানার বেড়া ভেঙে দেয়। এ সময় মুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের স্ত্রী বাধা দিলে তাদের ওপর হামলা চালায়। এ ব্যাপারে বীরগঞ্জ থানায় মামলা করা হয়েছে। গত ৩১ আগস্ট প্রশাসনের সহযোগিতায় প্রাচীর নির্মাণ করা হলে ২১ সেপ্টম্বর ভোরে উজ্জ্বলের লোকজন আবার তা ভেঙে ফেলে।

সর্বশেষ খবর