শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বীজতলা-সবজি খেত

দিশাহারা কৃষক, বিপুল লোকসানের শঙ্কা

প্রতিদিন ডেস্ক

বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বীজতলা-সবজি খেত

বগুড়ার শাহাজানপুরে বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া বীজতলা

কয়েক দিনের টানা বর্ষণে বগুড়ার শাজাহানপুর উপজেলার শাহনগর, বিহিগ্রাম, বড়পাথার গ্রামসহ আশপাশের এলাকায় গড়ে ওঠা সবজি চারা নার্সারি ও বীজতলা তলিয়ে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। অব্যাহত বৃষ্টিতে সবজি চারা, নার্সারি ও সদ্য তৈরি করা বীজতলায় পানি জমে গেছে। কৃষকরা জমির আইল বেঁধে এবং পানি নিষ্কাশনের মাধ্যমে ফসল রক্ষার চেষ্টা করেও কাজ হয়নি। শাহ্নগর সবজি চারা নার্সারি মালিক সমিতির সভাপতি আমজাদ হোসেন জানান, করোনা মহামারীর কারণে অন্য পেশাজীবীদের মতো সবজি চারা নার্সারি মালিকরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। তার উপর কয়েক দিনের প্রবল বর্ষণে নার্সারি ও বীজতলা তলিয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। শাজাহানপুর উপজেলা কৃষি কর্মকর্তা নূরে আলম জানান, ইতিমধ্যে নিমজ্জিত সবজি চারা নার্সারি, বীজতলা এবং অন্য ফসলের ক্ষয়ক্ষতির প্রতিবেদন তৈরি করে সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি বরাদ্দ পেলে তা কৃষকের হাতে পৌঁছে দেওয়া হবে। দিনাজপুরে ক্ষতিগ্রস্ত হয়েছে সবজি খেত। চাষিরা বলছেন, খেত নষ্ট হওয়ায় লোকসানে পড়েছেন তারা। বাজারে সবজি আমদানি কমে যাওয়ায় বেড়েছে দাম। বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ। জানা যায়, গত সোমবার থেকে দিনাজপুরে টানা বৃষ্টি হচ্ছে। ঘরবন্দী হয়ে পড়েছে মানুষ। শহরের রাস্তা-ঘাট অনেকটা ফাঁকা হয়ে গেছে। স্থবিরতা এসেছে জনজীবনে। রোজগার কমেছে শ্রমজীবীদের। অব্যাহত বৃষ্টির কারণে শহরের নিচু এলাকায় পানি জমে দুর্ভোগের শিকার হচ্ছেন বাসিন্দারা। কয়েকজন সবজি চাষি জানান, একনাগাড়ে বৃষ্টি পড়ায় তাদের সদ্য বীজ বপন করা মুলা, পালংশাঁক, ফুলকপি, বাঁধাকপি ও সরিষা খেতের ক্ষতি হয়েছে। এ ছাড়া আলু রোপণের জন্য তৈরি করা জমিতে পানি জমে যাওয়ায় সময় মতো আলু রোপণ করা যাচ্ছে না। বৃষ্টির কারণে সবজি নষ্ট হয়ে যাওয়ায় গত কয়েক দিনে দিনাজপুরের পাইকারি ও খুচরা বাজারে সব ধরনের সবজির দাম বেড়েছে ১৫-২০ টাকা। সবজির আড়তদার বেলালউদ্দিন জানান, বৃষ্টির কারণে সবজির ক্ষতি হওয়ায় ফলন কমেছে। আড়তে যে পরিমাণ সবজি আসছে অনেকটা কাড়াকাড়ি করে তা কিনতে হচ্ছে। পাইকারি দাম বেশি পড়ছে, ফলে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। উল্লেখ্য, এ বছর দিনাজপুরে সাড়ে ১৩ হাজার হেক্টর জমিতে সবজি আবাদ হয়েছে বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর।

 

সর্বশেষ খবর