শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

ত্রিশাল-পোড়াবাড়ী সড়ক চলাচলের অনুপযোগী

ময়মনসিংহ প্রতিনিধি

ত্রিশাল-পোড়াবাড়ী সড়ক চলাচলের অনুপযোগী

এবড়ো-খেবড়ো হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ত্রিশাল- পোড়াবাড়ী সড়ক। সাড়ে ছয় কিলোমিটার সড়কের কাজ শেষ হওয়ার পর বছর না ঘুরতেই বিভিন্ন স্থানে কার্পেটিং ও পিচ উঠে সৃষ্টি হয়েছে গর্ত। সড়কে চলাচলকারী মালবাহী যানবাহন প্রায়ই আটকে যাচ্ছে খানাখন্দে। ঝুঁকি নিয়ে চলতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

জানা যায়, সড়কটি মেরামত কাজের জন্য ২০১৮-১৯ অর্থ বছরের জুন মাস পর্যন্ত সময় নির্ধারণ করে দেওয়া হয় সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে। ভুক্তভোগীদের অভিযোগ, ত্রিশাল-পোড়াবাড়ী সড়কটি দেড় কোটি টাকা ব্যয়ে মেরামত করা হলেও অল্প দিনের মধ্যে খানাখন্দ সৃষ্টি হয়েছে। সড়কে দুর্ভোগের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের নিম্নমানের কাজ ও কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করেছেন তারা। মঠবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মন্ডল বলেন, এ সড়কটি ত্রিশাল, ভালুকা ও টাঙ্গাইলের সংযোগ সড়ক। তিন উপজেলার মানুষের যাতায়াতের জন্য সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। যত দিন যাচ্ছে এই সড়ক দিয়ে যান চলাচল অনুপযোগী হয়ে পড়ছে। ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, সড়কটি ইতোমধ্যে পরিদর্শন করেছি। উপজেলা প্রকৌশলীকে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। উপজেলা প্রকৌশলী মনিরুজ্জামান বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান বিএম এন্টারপ্রাইজকে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে তারা যেন দ্রুত সংস্কারের ব্যবস্থা নেয়।

সর্বশেষ খবর