শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

চুল কেটে বৃদ্ধাকে নির্যাতন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় এক বৃদ্ধাকে নির্যাতন করে চুল কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বরিশাল প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে গতকাল এমন অভিযোগ তুলে প্রতিকারের দাবি জানান মেহেন্দিগঞ্জের কাজীরহাট থানার আন্দারমানিক গ্রামের সফুরা বেগম (৬৫)। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি সুশীল সমাজের। এ ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা পুলিশ সুপার। এ সময় সংবাদ সম্মেলনে সফুরা বলেন, আন্দারমানিক গ্রামের জনৈক সেকান্দার আলীর কাছ থেকে ২০০৬ সালে ৪০ হাজার টাকায় ১৮ শতাংশ জমি কিনে ঘর নির্মাণ করে বসবাস করে আসছেন তারা। সম্প্রতি সেকান্দার ওই জমি বাবদ আরও দুই লাখ টাকা দাবি করেন। এ নিয়ে বিরোধ সৃষ্টি হয়। গত ১৫ জুলাই সফুরার ওপর নির্মম নির্যাতন চালানো হয়। তার চুল কেটে এবং কুপিয়ে আহত করে তারা। জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, জমি নিয়ে দুই পরিবারের পুরনো বিরোধের জেরে উভয়পক্ষ পৃথক মামলা করে। পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেছিল। জামিনে বেরিয়ে এসে তারা ফের ওই পরিবারকে নির্যাতন করে থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঝালকাঠির নারীকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ : ঝালকাঠি প্রতিনিধি জানান, জেলা শহরের পূর্বচাঁদকাঠি এলাকায় চুল কেটে নির্যাতনের ঘটনায় ভুক্তভোগী নারীকে তার স্বামীর জিম্মায় পুলিশি নিরাপত্তা দিতে পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছে আদালত। গত বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন   ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ শহিদুল্লাহ বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। নির্যাতনের ঘটনাটি ঘটে গত ৩০ আগস্ট রাতে। এ ঘটনায় ১৭ সেপ্টেম্বর মামলা হয়েছে।

সর্বশেষ খবর