শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

চোরের ছুরিকাঘাতে প্রবাসী নিহত

পৃথক স্থানে আরও দুই মরদেহ উদ্ধার

প্রতিদিন ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় চোরের ছুরিকাঘাতে প্রবাসী নিহত হয়েছেন। মাদারীপুরের শিবচর ও বরগুনার আমতলীতে উদ্ধার করা হয়েছে দুজনের লাশ। প্রতিনিধিদের পাঠানো খবর- ব্রাহ্মণবাড়িয়া : নবীনগরে চোরের ছুরিকাঘাতে প্রবাসী সোহাগ মিয়া (৩৮) নিহত হয়েছেন। তিনি উপজেলার ফতেহপুর ইউনিয়নের পাক হাজিপুর গ্রামের গনি হাজীর ছেলে। নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার মধ্যরাতে মুখোশ পরে চোর বাড়িতে ঢুকে। সোহাগ টের পেয়ে চোর চোর বলে চিৎকার দেন এবং ধাওয়া করেন। তাদের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে চোর সোহাগকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। বাড়ির লোকজন তাকে নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা কুমিল্লা মেডিকেলে রেফার্ড করে। গতকাল সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মাদারীপুর : শিবচর পৌরসভার নলগোড়া এলাকায় ভাড়া বাসা থেকে গতকাল ফুয়াদ (৮০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বেলা ১১টার দিকে নলগোড়া গ্রামে ফুয়াদের ভাড়া বাসা থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। স্থানীয়রা জানালা দিয়ে ভিতরে তাকালে মরদেহ দেখতে পায়। তারা থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এদিকে বরগুনার আমতলীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর গাছে ফাঁস লাগানো অবস্থায় নুর জামাল মোল্লা (৪০) নামে এক ব্যক্তির মরদেহ গতকাল উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্ত্রী লাইলি বেগমের দাবি তার স্বামীকে হত্যা করে দুর্বৃত্তরা ফাঁস দিয়ে গাছে ঝুলিয়ে রেখেছে।

সর্বশেষ খবর