শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
দুর্যোগপূর্ণ আবহাওয়া

মোংলা বন্দরে পণ্য ওঠানামা ব্যাহত

বাগেরহাট প্রতিনিধি

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গতকাল তিন নম্বর সংকেত বহাল ছিল। এতে বাগেরহাটের মোংলা বন্দরে অবস্থানরত বিদেশি  জাহাজের পণ্য বোঝাই-খালাস ও পরিবহনের কাজ মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। বন্দর ব্যবহারকারী ও বিভিন্ন সূত্র জানায়, বৃষ্টির কারণে বন্দরে সার, ক্লিঙ্কার, মেশিনারি, পাথর ও গ্যাসসহ বিভিন্ন পণ্যবাহী জাহাজে গত ৪ দিন ধরে কাজ বন্ধ আছে।

বৃষ্টির মধ্যে ক্যাপ্টেন জাহাজের হ্যাচ/হ্যাজ খুলতে না দেওয়ায় পণ্য খালাস করা যাচ্ছে না। ফলে শ্রমিক-কর্মচারীদের বেকার বসিয়ে রেখে বেতন দিতে হচ্ছে মালিকদের। এতে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছেন বন্দর ব্যবহারকারীরা। এদিকে, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া নৌকা ও ট্রলার নিরাপদে ফিরে এসে উপকূলের কাছাকাছি নদী খালসহ সুন্দরবনের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে।

সর্বশেষ খবর