রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

তিস্তার ১১৩ কি.মি খননের উদ্যোগ নিয়েছে সরকার

লালমনিরহাট প্রতিনিধি

তিস্তার ১১৩ কি.মি খননের উদ্যোগ নিয়েছে সরকার

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, অবৈধ বালু উত্তোলনে জনগণকে সজাগ থাকতে হবে। নইলে ভাঙন রোধে নির্মিত স্পার বাঁধগুলো রক্ষা করা কঠিন হয়ে দাঁড়াবে। পানি উন্নয়ন বোর্ড স্পারগুলো নির্মাণ করেছে। এটা রক্ষা করতে স্থানীয় জনগণ ও  প্রশাসনকে কার্যকর ভূমিকা রাখতে হবে। প্রতিমন্ত্রী গতকাল সদর উপজেলার রাজপুর ও আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। তিস্তা নদীর ভাঙনরোধে সরকারের পরিকল্পনার অংশ হিসেবে প্রতিমন্ত্রী আরো বলেন, তিস্তা নদীর ১১৩ কিলোমিটার খননের উদ্যোগ নিয়েছে সরকার। এতে করে তিস্তায় ভাঙন রোধ করা সম্ভব হবে। তিস্তা নদীর ভাঙন রোধ করে উভয় তীরে শিল্প কলকারখানা গড়ে তোলা হবে। এতে করে এই এলাকার মানুষের জীবনমানের উন্নতি হবে। প্রতিমন্ত্রী দুপুরে সদর উপজেলার রাজপুর এলাকা পরিদর্শন করেন। এরপর প্রতিমন্ত্রী দুপুর আড়াইটায় আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের গোবরধন স্পারবাঁধ-২ এবং নৌকায় করে ভাঙনকবলিত এলাকা ঘুরে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, জেলা প্রশাসক মো. আবু জাফর, সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্দ মনসুর উদ্দিন, আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল আলম, মহিষখোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মোসাদ্দে হোসেন চৌধুরী প্রমুখ। তিস্তা নদীর ভাঙন এলাকা ঘুরে দেখার সময় আদিতমারী উপজেলার চৌরাহা এলাকার মানুষ নদীর তীরে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেন। প্রতিমন্ত্রী সেখানে নৌকা থামিয়ে তাদের সঙ্গে কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী ভাঙনকবলিত এলাকায় দ্রুত স্থায়ী এবং কার্যকর পদক্ষেপ নেওয়া হবে এলাকার মানুষকে আশ্বস্ত করেন।

সর্বশেষ খবর