রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

বর্ষণে ভেঙে পড়ল ভিক্ষুকের ঘর

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বর্ষণে ভেঙে পড়ল ভিক্ষুকের ঘর

সোনাতলায় মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করতে গিয়ে পাকহানাদার বাহিনীর গুলিতে নিহত বাবলু আকন্দের মেয়ে বুলি বেওয়ার মাটির তৈরি ঘরটি ভেঙে পড়েছে। পাশের বাড়ির বারান্দায় তিনি এখন রাত কাটাচ্ছেন। বুলি বেওয়া (৬৫) পেশায় ভিক্ষুক।

সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের নওদাবগা গ্রামের বাসিন্দা বুলি বেওয়া এক মেয়ে ও এক ছেলে সন্তানের জননী। বাড়ির আড়াই শতক জায়গা ছাড়া তার কোনো জমি নেই। তার ছেলে ইনছার ১৫ বছর আগে ক্যান্সার রোগে মারা যায়। মেয়েকে বাড়ির পাশেই বিয়ে দেন। সারাদিন ভিক্ষা করে যা পান তা দিয়ে চলে জীবন। তার মাথাগোঁজার ঠাঁই মাটির ঘরটি গত শুক্রবার রাতে অবিরাম বর্ষণে ভেঙে পড়ে। স্থানীয় জনপ্রতিনিধি শাহাদত জামান রুবেল ওই বৃদ্ধাকে ঘর নির্মাণের দাবি জানান। 

সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন জানান, বর্তমান সরকার গরিব মানুষের সরকার। আবেদন পেলে ঘর তৈরি করে দেওয়ার চেষ্টা করবো।

সর্বশেষ খবর