শিরোনাম
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

উপবৃত্তি দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ

শেরেবাংলা ডিগ্রি কলেজ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের উজিরপুর উপজেলার সম্প্রতি জাতীয়করণ হওয়া শেরে বাংলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির বাছাই করা  শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ধরনের রসিদ ছাড়াই ৫০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন অভিভাবকরা। রাশিদা ও হেলেনুর বেগম নামে দুই অভিভাবক জানান, কলেজের মাস্টাররোল কর্মচারি ছাব্বির তার মোবাইল ফোন থেকে উপবৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের অভিভাবকদের ফোন করে। তিনি উপবৃত্তি দেওয়ার জন্য ৫০০ টাকা করে দাবি করে। তারা ৫০০ টাকা করে জমা দিলেও কলেজ কর্তৃপক্ষ ওই টাকার বিপরীতে কোনো রসিদ দেয়নি। এ ব্যাপারে জানতে কলেজের অধ্যক্ষ তৌহিদুল ইসলাম ইরানের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। উজিরপুরের ইউএনও প্রণতি বিশ্বাস জানান, উপবৃত্তি দেওয়ার কথা বলে ছাত্রী কিংবা তাদের অভিভাবকদের কাছ থেকে অর্থ আদায়ের কোনো বিধান নেই। এ ধরনের অভিযোগ পেলে বিধি মোতাবেক কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে বিধিবহির্ভূতভাবে আদায় করা অর্থ অভিভাবকদের ফেরত দেওয়ার ব্যবস্থা করার কথাও জানান ইউএনও।

সর্বশেষ খবর