সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

অবশেষে মাসহ ছানাগুলো বসবাসের জায়গা পেল

জহুরুল ইসলাম, কুষ্টিয়া

অবশেষে মা পাখিসহ ছানাগুলো বসবাসের জায়গা পেল। তাদের আশ্রয় হলো কুষ্টিয়ার পুলিশ সুপারের কার্যালয়ের জলাশয়ে। আপাতত চোরা শিকারিরা তাদের ক্ষতি করতে পারবে না। ছানাগুলো উড়তে শেখা পর্যন্ত সেখানে থাকবে তারা। পাখিটির বাচ্চাগুলোর নিরাপদ আশ্রয় করে দিতে পেরে খুশি উদ্যোক্তারা। জানা যায়, শনিবার রাতে কুষ্টিয়া শহরের থানাপাড়ার সতীস চন্দ্র সাহা লেনে হাঁটছিলেন কয়েক শিক্ষার্থী। হঠাৎ রাস্তার পাশের পুরনো কদম গাছ থেকে কয়েকটি পাখির ছানা নিচে পড়ে। শিক্ষার্থীরা ছানাগুলো উদ্ধার করে। মা পাখিটি উড়ে ছানাদের কাছে চলে এসে স্বেচ্ছায় ধরা দেয়। রাতেই এ খবর পৌঁছে যায় শহরের পাখিপ্রেমীদের সংগঠন কুষ্টিয়া বার্ড ক্লাবে। ক্লাবের সভাপতি এসআই সোহেল ছুটে যান ওই শির্ক্ষার্থীদের কাছে। তিনি মা পাখিসহ ৯টি ছানা নিয়ে রাতে নিজ বাড়িতে রাখেন। রবিবার দুপুরে পুলিশ লাইনে জলজ লতাপাতায় ছাওয়া নিরাপদ জলাশয়ে ছেড়ে দেওয়া হয় মাসহ ছানাগুলো।

জলের ছোঁয়া পেয়েই তারা জলকেলিতে মেতে ওঠে। পুলিশ সুপার তানভির আরাফাত বলেন, ‘পাখিরা আমাদের প্রকৃতিকে সুন্দর ও দৃষ্টিনন্দন করে। তাদের অবাধ বিচরণে বাধা দেওয়া যাবে না।

সর্বশেষ খবর