সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

মৃত্যুর ভয় থাকলে প্রশাসন লাগে না

----------------- শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, কুরআন-হাদীস পড়ে যতটুকু বুঝতে পেরেছি, যারা মসজিদে নামাজ পড়তে গিয়ে নিহত হয়েছেন তারা শহিদের মর্যাদা পেয়ে গেছেন। প্রধানমন্ত্রী নিজে একজন এতিম মানুষ। উনি জানেন স্বজন হারানোর বেদনা কত কষ্টের। এই পাঁচ লাখ টাকা বা পাঁচ কোটি টাকা কোনো টাকাই না। গতকাল বেলা ৩টায় সদর উপজেলার পশ্চিম তল্লার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে নিহত ও আহত ৩৫ পরিবারের হাতে পরিবারপ্রতি প্রধানমন্ত্রীর দেওয়া পাঁচ লাখ টাকার চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা  বলেন। শামীম ওসমান বলেন, আমাদের মৃত্যুর ভয় থাকলে দেশে কোনো প্রশাসন লাগে না। আপনারাই বলেন  এই করোনাকালে মানুষ চুরি করে কেন। স্বাস্থ্যখাত নিয়ে দুর্নীতি করে কেন। ব্যবসা করা এক জিনিস আর ধান্ধা করা আরেক জিনিস। জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএনও নাহিদা বারিক, মোস্তাফিজুর রহমান, শাকিল আহমেদ, আব্দুল হাই, শামীম বেপারি,  ওয়াজেদ আলী খোকন, কামরুল ফারুক, এহসানুল হক নিপু প্রমুখ। গত ৪ সেপ্টেম্বর গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৩৫ নিহত ও দুজন আহত অবস্থায় এখনো চিকিৎসাধীন রয়েছেন।

সর্বশেষ খবর