মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

দৌলতদিয়ায় ঘাট সংকটে ফেরিজট, ভোগান্তি

রাজবাড়ী প্রতিনিধি

দৌলতদিয়ায় ঘাট সংকটে ফেরিজট, ভোগান্তি

পদ্মার ভাঙনের কবলে বন্ধ হয়ে গেছে দৌলতদিয়ার তিন নম্বর ঘাট

রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া প্রান্তে ঘাট সংকটের কারণে অধিকাংশ সময় ফেরির জট লেগে থাকে। গতকাল দুপুরে পদ্মার ভাঙনে দৌলতদিয়া প্রান্তের ৩ নম্বর ফেরিঘাট ক্ষতিগ্রস্ত হয়। এতে বন্ধ হয়ে যায় ওই ঘাটটি। ফলে অন্য তিনটি ঘাটে ফেরিজট সৃষ্টি হয়। পাটুরিয়া প্রান্ত থেকে ছেড়ে আসা ফেরিগুলোকে ঘাটে নোঙর করার জন্য আধা ঘণ্টা নদীতে অপেক্ষা করতে হয়। এতে ঘাট এলাকায় দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় যাত্রীবাহী যানবাহনকে। দৌলতদিয়া ফেরিঘাটে গতকাল বিকালে গিয়ে দেখা যায়, গত বছরের ভাঙনে ১ ও ২ নম্বর ঘাট বন্ধ রয়েছে। সোমবার দুপুর দেড়টার দিকে ৩ নম্বর ঘাটে ভাঙন দেখা দিলে এটিও বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ফলে ৪, ৫ ও ৬ নম্বর ঘাটে ফেরিজট সৃষ্টি হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসির) দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৫টি ফেরি চলাচল করছে। দৌলতদিয়া প্রান্তের ৩ নম্বর ঘাটটি ক্ষতিগ্রস্ত হওয়ায় ফেরি চলাচলে বিঘ্ন ঘটছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) উপসহকারী প্রকৌশলী মো. শাহ আলম বলেন, হঠাৎ দৌলতদিয়া প্রান্তের ৩ নম্বর ঘাট এলাকায় ভাঙন দেখা দিলে ঘাটটি বন্ধ হয়ে যায়। ঘাটের মেরামত কাজ শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই চালু করা হবে।

সর্বশেষ খবর