মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

বৃদ্ধের রহস্যজনক মৃত্যু বাড়িঘর ভাঙচুর লুট

এলাকা ছাড়া কয়েক পরিবার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে, প্রতিপক্ষকে মামলায় ফাঁসাতে মাদকাসক্ত ছেলে রুবেল মিয়া তার বাবা মতি ভূইয়াকে (৬০) পিটিয়ে হত্যা করেছে। ঘটনার পর থেকে বিরোধী পক্ষের লোকজন বাড়িছাড়া। এই সুযোগে তাদের বাড়ি ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর দুপুরে উপজেলার শ্রীপুর গ্রামের বাসিন্দা মতি ভূইয়ার মৃত্যু হয়। তার পরিবারের অভিযোগ, প্রতিবেশি জামির হোসেন ও রহিম মিয়ার সঙ্গে পূর্ববিরোধের জেরে তারা মতিকে পিটিয়ে হত্যা করেছে। এই অভিযোগ মিথ্যা দাবি করে জামির ও রহিম বলেন- মতির মাদকাসক্ত ছেলে রুবেলই তাকে মেরেছেন। এখন প্রতিপক্ষকে ফাঁসানোর অপচেষ্টা চলছে। নাম প্রকাশ না করার শর্তে মতি ভূইয়ার কয়েক প্রতিবেশি জানান, রুবেল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। এ নিয়ে তার বাবার সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। রুবেলই মাদকসংক্রান্ত বিষয় নিয়ে বাকবিতন্ডার জেরে তার বাবাকে পিটিয়ে হত্যা করেছে। রুবেল মিয়ার দাবি, বাড়ির জায়গা নিয়ে রহিম ও জামিরের সঙ্গে আমাদের বিরোধ রয়েছে। এর জের ধরে ঘটনার দিন রহিমের ছেলে রিফাতসহ ১২-১৪ জন বাবাকে পিটিয়ে হত্যা করে। আসামি পক্ষের ঘর-বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ মিথ্যা। বিজয়নগর থানার ওসি আতিকুর রহমান বলেন, বাড়ির সীমানা নিয়ে উভয় পক্ষের মধ্যে মামলা চলছে। এর জেরে এই হত্যা হয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

সর্বশেষ খবর