বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ভিক্ষুকমুক্ত হয়ে ফকিরাপুল হলো ‘থানা ব্রিজ’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

অবশেষে ব্রাহ্মণবাড়িয়া শহরের টাউন খালের ওপর নির্মিত ব্রিজকে ভিক্ষুকমুক্ত করে এর নাম বদল করা হলো। ফকিরাপুলের পরিবর্তে ‘থানা ব্রিজ’ নামকরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিক্ষুকমুক্ত দেশ গড়ার পদক্ষেপের অংশ হিসেবে এ ব্রিজের ভিক্ষুকদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়। জেলা প্রশাসন, পৌরসভা ও সমাজসেবা বিভাগ যৌথভাবে উদ্যোগ বাস্তবায়নে কাজ করে। এতে অগ্রণী ভূমিকা রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। এই ব্রিজে বসে ভিক্ষায় নিয়োজিত ২৪ জনকে জীবন-জীবিকার অন্য ব্যবস্থা করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার শহরের ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে অনুষ্ঠান আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে সমাজসেবা বিভাগের ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান প্রকল্পের আওতায় ব্রিজের ভিক্ষুকদের ক্ষুদ্র ব্যবসার জন্য নগদ ২৫ হাজার টাকা করে দেওয়া হয়। পৌরসভার পক্ষ থেকে দেওয়া হয় ২০ কেজি করে চাল। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান। তিনি জানান, ওই ২৪ জনকে ভিক্ষাবৃত্তি থেকে নিবৃত্ত রাখার জন্য যা করা দরকার আমরা করব।

সর্বশেষ খবর