বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

বড়পুল রেল ব্রিজ দিয়ে ঝুঁকি নিয়ে চলছে ট্রেন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বড়পুল রেল ব্রিজ দিয়ে ঝুঁকি নিয়ে চলছে ট্রেন

বগুড়ার আদমদীঘিতে ঝুকিপূর্ণ রেলসেতু -বাংলাদেশ প্রতিদিন

বগুড়ার আদমদীঘি উপজেলার নসরতপুর ও আলতাফনগর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি স্থানে বড়পুল রেল ব্রিজের ওপর  লাইনে ক্লিপ, নাট-বল্টু নড়বড়ে হয়ে গেছে। সরে যাচ্ছে স্লিপার। এ ব্রিজের ওপর দিয়ে সান্তাহার-লালমনিরহাট রেলপথে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করে ট্রেন। যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। সরজমিনে দেখা যায়, ব্রিজের ওপর রেলওয়ে স্লিপারের সঙ্গে নাট-বল্টুর সংযোগ নেই। স্লিপারগুলো এলোমেলোভাবে সরে যাচ্ছে। এলাকার লোকজন বাঁশ দিয়ে স্লিপারগুলো আটকানোর চেষ্টা করেছেন। গত কয়েক দিনের বৃষ্টিতে কাঠের স্লিপার নষ্ট ও বাঁশের অংশ খসে পড়েছে। আদমদীঘি উপজেলার নসরতপুর গ্রামের লেলিন হোসেন জানান, ২০১৪ সালে সরকারবিরোধী আন্দোলনের সময় ব্রিজে কাঠের স্লিপারে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে ব্রিজের বেশ কিছু স্লিপার পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। এগুলো পরে আর পাল্টানো হয়নি। দীর্ঘদিনের ব্যবধানে স্লিপারগুলো নষ্ট হয়ে গেছে। রেল স্লিপারে ক্লিপ না থাকায় এগুলো সরে গেছে। এ অবস্থায় ট্রেন চলাচলের সময় বিকট শব্দ হয়। জরুরিভিত্তিতে মেরামত করা না হলে যানমালের ক্ষয়ক্ষতি শঙ্কা রয়েছে। সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনমাস্টার রেজাউল করিম ডালিম জানায়, রেলের সংশ্লিষ্ট বিভাগ ব্রিজ দেখাশোনা করেন। সান্তাহারে এর কার্যালয় নেই। এ ব্রিজের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

সর্বশেষ খবর