শুক্রবার, ২ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

‘মুজিববর্ষের অঙ্গীকার সড়ক হবে সংস্কার’

প্রতিদিন ডেস্ক

‘মুজিববর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার’ এই শ্লোগানকে সামনে রেখে জেলা এলজিইডি অক্টোবর মাসকে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস হিসেবে উদযাপন করছে। গতকাল মাগুরা শহরের মীরপাড়া মোড়ে মাগুরা-বুনাগাতি সড়কে এ কাজের উদ্বোধন কারেন জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম। চলতি অর্থবছরে মাগুরায় ১ হাজার ৪১৪ কিলোমিটার গ্রামীণ পাকা সড়ক সংস্কারের কাজ শুরু করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এ সময় সিনিয়র সহকারি প্রকৌশলী তাসমিন আক্তার, উপসহকারী প্রকৌশলী বদরুল আহসানসহ অন্যরা উপস্থিত ছিলেন। নোয়াখালী :  ৩১০ কিমি. ভাঙা সড়ক সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। এ সময় নোয়াখালী এলজিইডি নির্বাহী প্রকৌশলী ইকরামুল হক ও সদর উপজেলা চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান, সিনিয়র সহকারী প্রকোশলী ফখরুল ইসলাম, সদর উপজেলা প্রকৌশলী আমিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। ভালুকা :  ময়মনসিংহের ভালুকায় গতকাল উপজেলা মল্লিকবাড়ি মোড় থেকে মল্লিকবাড়ি বাজার সড়কের মেরামত কাজের উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রোমেন শর্মা,  উপজেলা সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম মন্ডল প্রমুখ উপস্তিত ছিলেন।

সর্বশেষ খবর