শুক্রবার, ২ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

উপজেলা পরিষদ অবিলম্বে কার্যকর করার দাবি

ময়মনসিংহ প্রতিনিধি

জাতীয় সংসদে পাস করা আইনের আলোকে উপজেলা পরিষদকে অবিলম্বে কার্যকর এবং বিভিন্ন মন্ত্রণালয়ে জারি করা আইনবিরোধী নীতিমালা পরিপত্র বাতিল করার দাবি জানিয়েছেন বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের নেতারা। অন্যথায় তারা উচ্চ আদালতে রিট করতে বাধ্য হবেন বলে জানিয়েছেন। গতকাল দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আবদুল জব্বার মিলনায়তনে বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের ময়মনসিংহ বিভাগীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি হারুন অর রশিদ।

সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ হোসাইনের সভাপতিত্বে এবং ফুলপুর উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেলের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম সারওয়ার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বীরু, কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক বদিউজ্জামান বাদশা, কেন্দ্রীয় নেতা ফজলুল হক চৌধুরী সেলিম, অ্যাডভোকেট রীনা পারভীন, সেলিম আজাদ, রাশেদা আক্তার, মুক্তাগাছা উপজেলা চেয়ারম্যান আবদুল হাই, তারাকান্দা                          উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ফজলুল হক, বারহাট্টা উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাসেম, ভালুকার ভাইস চেয়ারম্যান ড. সেলিনা রশিদ, ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়।

সভায় ময়মনসিংহ বিভাগের সব উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর