শিরোনাম
শুক্রবার, ২ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ভাঙন আতঙ্কে ১০ গ্রামের মানুষ

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার মেঘনা উপজেলার মেঘনা নদীর চালিভাঙ্গা এলাকার রামপ্রসাদেরচর, নলচর, ফরাজিবান্দি, সোনাকান্দা এলাকায় স্থানীয়দের বাধা উপেক্ষা করে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। এর বিরুদ্ধে গত দুই মাসে পৃথক পাঁচটি প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন, সংবাদ সম্মেলন করেন এলাকাবাসী। ইউএনও প্রবীর কুমার রায় পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছেন। অব্যাহত বালু উত্তোলনে ১০ গ্রামের মানুষ নদীভাঙন আতঙ্কে দিনযাপন করছেন। এরই মধ্যে অনেকের বসতভিটা ও ফসলি জমি নদীগর্ভে চলে গেছে। বালু উত্তোলন বন্ধের দাবিতে গতকাল সমাবেশ করেছেন রামপ্রসাদেরচর এলাকাবাসী। অ্যাড. জয়নাল আবদীনের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আ. লতিফ সরকার, কামরুজ্জামান সালাম, গাজী দেলোয়ার হোসেন মাস্টার, জয়নাল আবদীন ভান্ডারী, আশকর আলী প্রমুখ। একই দাবিতে সম্প্রতি উপজেলা মুক্তিযোদ্ধা ভবনে প্রতিবাদ সমাবেশ হয়। বক্তৃতা করেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সালাম, তাজুল ইসলাম তাজ, মজিবুর রহমান, আলমগীর রহমান, মিলন সরকার, আলামিন, মহসিন, সোহাগ প্রমুখ।

স্থানীয় চালিভাঙ্গা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমন চৌধুরী বলেন, মেঘনায় দুটি বৈধ বালু মহাল রয়েছে। এর মধ্যে মাহবুব, কাইয়ূম গং মাঝে মধ্যে সীমানা অতিক্রম করে গ্রাম ঘেঁষে বালু উত্তোলন করায় তাদের লাইসেন্স প্রোপ্রাইটারের বিরুদ্ধে মামলা হয়েছে। মেঘনার ইউএনও বলেছেন, সীমানার বাইরে কেউ বালু উত্তোলন করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর