শুক্রবার, ২ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

বরিশালে ২৩ খাল দখল দূষণ রোধে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

কীর্তনখোলা নদীসহ নগরীর ২৩টি খাল দখল-দূষণ রোধে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে সম্মিলিত নদী দিবস উদযাপন পরিষদ। গতকাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের মাধ্যমে এই স্মারকলিপি পাঠানো হয়। এতে নদী সুরক্ষায় সর্বোচ্চ আদালতের রায় বহাল এবং ১৭টি নির্দেশনা আইনে পরিণত করার দাাব জানানো হয়। পরিষদের আহ্বায়ক রণজিৎ দত্তের নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে সংগঠনের সদস্যসচিব রফিকুল আলম, নদী-খাল বাঁচাও আন্দোলনের সদস্যসচিব কাজী এনায়েত হোসেন শিবলু, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীরপ্রতীক, বেলার সমন্বয়ক লিংকন বায়েন, সনাকের সদস্য শুভংকর চক্রবর্তী ও উন্নয়ন সংগঠক আসিফ চৌধুরী উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর