শুক্রবার, ২ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

কাহালু-বগুড়া সড়কের বেহাল দশা, দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

কাহালু-বগুড়া সড়কের বেহাল দশা, দুর্ভোগ

পাঁচপীর থেকে কাহালু হয়ে বগুড়া সড়কটি দীর্ঘদিন সংস্কার না করায় জায়গায় জায়গায় নানা খানাখন্দের সৃষ্টি হয়েছে। কাহালু, দুপচাঁচিয়া ও আদমদীঘি উপজেলার প্রায় ৩/৪ শ’ সিএনজিচালিত অটোরিকশা যাতায়াত করে। দীর্ঘ ৪ বছর সংস্কার না করায় সড়কে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বগুড়া সড়ক বিভাগ বলেছে, চলতি ২০২০-২১ অর্থবছরে পিএমপির আওতায় ওই সড়কটির সংস্কার ও উন্নয়ন করা হবে। জানা গেছে কাহালু দরগাহাট এবং চারমাথা রেলগেট থেকে বগুড়া তিনমাথা রেলগেট পর্যন্ত সড়কের দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। সড়কের বিভিন্ন স্থানে অসংখ্য গর্তে ইট, বালি, পাথর সরে গিয়ে পানি জমে থাকছে। মাঝে মধ্যেই অটোরিকশার যন্ত্রাংশ নষ্ট হয়ে যাচ্ছে। চালক মজনু মিয়াসহ একাধিক চালকের সঙ্গে কথা হলে তারা জানান, অনেক কষ্ট করে এই সড়কে অটো চালাতে হচ্ছে। দুই এক মাস পরপরই গাড়ির যন্ত্রাংশ বদলাতে হচ্ছে। যাত্রী আজিজার রহমান জানান, তারা অনেকে বগুড়া শহরে চাকরি করেন এবং অনেকে ব্যবসার কারণে প্রতিদিন মালামাল নিতে যান। সড়কটির অবস্থা খুব খারাপ হওয়ায় শহরে পৌঁছতে বেশি সময় লাগে। তাছাড়া অসুস্থ রোগী নিয়ে এ সড়কে যাতায়াত করাটা অনেক ঝঁকিপূর্ণ । সড়ক ও জনপথ বিভাগ বগুড়ার উপ-বিভাগীয় প্রকৌশলী মো. রাফিউল ইসলাম জানান, গত ২০১৬-১৭ অর্থবছরে বগুড়া থেকে কাহালু সড়কটি সংস্কার করা হয়েছিল। চলতি ২০২০-২১ অর্থবছরে সড়কটি সংস্কার করা হবে। এর অংশ হিসেবে বগুড়া তিনমাথা রেলগেট থেকে কাহালু চারমাথা রেলগেট পর্যন্ত সংস্কার এবং কাহালু চারমাথা রেলগেট থেকে দরগাহাট পর্যন্ত সড়কটি সংস্কারের সঙ্গে প্রশস্তও হবে।

সর্বশেষ খবর