শুক্রবার, ২ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস উদযাপন

প্রতিদিন ডেস্ক

গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস উদযাপন

মেহেরপুরে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধন করেন নির্বাহী প্রকৌশলী -বাংলাদেশ প্রতিদিন

চাঁপাইনবাবগঞ্জে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস উদযাপন করা হয়েছে।  ‘মুজিব  বর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার’ শ্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ এলজিইডি ভবনে কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শরিফুল ইসলাম। উপস্থিত ছিলেন, তত্ত্বাবধায়ক প্রকৌশল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মোজাহার আলী প্রামাণিক, চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. আনিসুর রহমান মন্ডল, সিনিয়র সহকারী প্রকৌশলী আহারাম আলী, সহকারী প্রকৌশলী সোহেল রানা। দিনাজপুরের বিভিন্ন উপজেলার গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ ‘অক্টোবর ২০২০’ মাসব্যাপী কার্যক্রম শুরু হয়েছে। গতকাল হাকিমপুরের হিলি-দলারদরগা সড়কের সংস্কার কাজের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গ্রামীণ সড়কগুলোর রক্ষাণাবেক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। প্রায় দেড়শতাধিক দরিদ্র ও বিধবা নারী এই কার্যক্রম সম্পাদন করবে। মেহেরপুরে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধন করেন মেহেরপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী আছাদুজ্জামান। উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী প্রকোশলী আব্দুল হামিদ,  উপসহকারী প্রকৌশলী আব্দুর রহমান, ট্রেনিং অফিসার হুমায়ন কবির, সিও মো. সিরাজুল হক, সহ ট্রেনিং আফিসার মীনা রানী দাস প্রমুখ।

সর্বশেষ খবর