শনিবার, ৩ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

দুই প্রার্থীর সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত ৮

নৌকার ক্যাম্প ভাঙচুর

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর চরাঞ্চলের করিমপুরে ইউপি নির্বাচনে নৌকার ক্যাম্প ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনার জেরে স্বতন্ত্র ও নৌকার প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এতে উভয় পক্ষের আটজন আহত হয়েছেন। গতকাল করিমপুর বাজারে এ ঘটনা ঘটে। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, করিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারিজ মিয়া গত ১ জানুয়ারী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ফলে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ১০ অক্টোবর এই ইউনিয়নে উপনির্বাচন হবে। এরই মধ্যে প্রচার-প্রচারণায় সরব হয়ে উঠেছে নির্বাচনী এলাকায়। এরই মধ্যে বৃহস্পতিবার রাতে সতন্ত্র প্রার্থী গোলাম কিবরিয়ার সমর্থকরা শ্রীনগর বাহুসিয়া এলাকায় নৌকার একটি ক্যাম্প ভাঙচুর করেন বলে অভিযোগে উঠে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। শুক্রবার বেলা ১১টার দিকে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা করিমপুর বাজারে নৌকার ক্যাম্পের সামনে মিছিল করতে থাকে। এ নিয়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও পরে ধাওয়া- পাল্টা ধাওয়া ও মারপিটের ঘটনা ঘটে। নৌকা প্রার্থী মমিনুর রহমান আপেল বলেন, স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা আমার নির্বাচনী ক্যাম্পে হামলা চালায়। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে। আজ (শুক্রবার) সকালেও তারা আমার ক্যাম্পের সামনে এসে উসকানিমূলক শ্লোগান দেওয়া শুরু করেন। প্রতিবাদ করলে আমার সমর্থকদের ওপর চড়াও হয়। অভিযোগ অস্বীকার করে স্বতন্ত্র প্রার্থী গোলাম কিবরিয়া জানান, তার সমর্থকরা রসুলপুর গ্রাম থেকে অটোরিকশা করে নরসিংদী যাচ্ছিল।

তারা করিমপুর খেয়াঘাট এলাকায় পৌঁছলে নৌকার নির্বাচনী ক্যাম্পের ভিতর থেকে ২০-২৫ জন আমার পাঁচ সমর্থকের ওপর হামলা চালায় ও তাদের বহনকারী অটোরিকশা ভাঙচুর করে।

সর্বশেষ খবর