শনিবার, ৩ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

হাসপাতালের বারান্দায় সন্তান প্রসব

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

হাসপাতালের বারান্দায় সন্তান প্রসব

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নবজাতক কোলে মানসিক ভারসাম্যহীন -বাংলাদেশ প্রতিদিন

২৫০ শয্যার ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের বারান্দায় সন্তান প্রসব করেছেন লিমা (২৬) নামে এক মানসিক ভারসাম্যহীন। বৃহস্পতিবার সাড়ে ৮টার দিকে গাইনি বিভাগের বারান্দায় ছেলে সন্তান জন্ম দেন তিনি। হাসপাতাল সূত্রে জানা যায়, লিমা আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের প্লাটফর্মে ভিক্ষা করতেন। জন্মগতভাবে তার একটি হাত নেই। তিনি রেলওয়ে থানার পাশে বস্তিতে বাস করেন। তার স্বামী জাহিদ ভবঘুরে। গাইনি বিভাগের সিনিয়র নার্স ববিতা রানীর জানান, বৃহস্পতিবার বিকালে লিমা প্রসব ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। রাতে গাইনি বিভাগ থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে। আমরা তার পিছু পিছু যাই। গাইনি বিভাগের বারান্দায় যাওয়ার পর ওই নারী মাটিতে লুটে পড়ে এবং সেখানেই সন্তান প্রসব করে। হাসপাতালের তত্ত্বাবধায়ক শওকত হোসেন জানান, বর্তমানে প্রসূতি মা ও নবজাতক সুস্থ আছে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম জানান, ওই মানসিক ভারসাম্যহীন নারীর প্রকৃত ঠিকানা অনুসন্ধানের কাজ চলছে। ঠিকানা শনাক্ত না করা গেলে তার সুস্থতার পর সমাজসেবা অধিদফতরের আশ্রয়ণের সহায়তা চাওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর