শনিবার, ৩ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলে উত্তপ্ত কানাইপুর

কামরুজ্জামান সোহেল, ফরিদপুর

আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলে উত্তপ্ত কানাইপুর

আওয়ামী লীগের দুই গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলে উত্তপ্ত ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়ন। ফরিদপুর জেলা আওয়ামী লীগের পরিবর্তিত পরিস্থিতিতে কানাইপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতারা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। প্রতিদিনই হচ্ছে পাল্টাপাল্টি মানববন্ধন, বিক্ষোভ, সমাবেশ। ইতোমধ্যে প্রতিপক্ষের মামলায় আটক হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জুলফিকার আলী মিনুসহ ৯ নেতা-কর্মী। পাল্টা মামলা দেওয়া হয়েছে স্থানীয় আওয়ামী লীগের একাংশের নেতৃত্ব দেওয়া ইউপি চেয়ারম্যান ও জেলা শ্রমিক লীগ নেতা ফকির মো. বেলায়েত হোসেনের বিরুদ্ধে। হামলা-মামলার কারণে এলাকা ছাড়া হয়েছেন দলের বেশকিছু প্রভাবশালী নেতা। স্থানীয় আওয়ামী লীগের একাধিক নেতা-কর্মী জানান, কানাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের কোন্দল দীর্ঘদিনের। একাংশের নেতৃত্বে রয়েছেন বর্তমান ইউপি চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেন। অপরাংশের নেতৃত্বে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জুলফিকার আলী মিনু। সূত্র জানায়, কয়েক মাস ধরে কোন্দল চরম আকার ধারণ করে। এ সময়ে একাধিক হামলা ও মামলার ঘটনা ঘটেছে। গত জুন মাসে জেলা আওয়ামী লীগে দুর্নীতিবিরোধী অভিযানে কিছু প্রভাবশালী নেতা আটক হওয়ায় কোন্দল ভিন্ন মাত্রা পেয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সভা-সমাবেশ থেকে একে অপরের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে। কয়েকদিন আগে দুই পক্ষের দুই সমর্থক হিসেবে পরিচিত বসুনরসিংহদিয়া গ্রামে নিরঞ্জন দাস ও তার ভাই নৃপেন একে অপরের ওপর হামলা চালায়। এ ঘটনাকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পাল্টাপাল্টি হামলায় আহত হন চারজন। পরে ফকির বেলায়েত হোসেনের সমর্থক নিরঞ্জন বাদী হয়ে বুধবার কোতোয়ালি থানায় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জুলফিকার আলী মিনুসহ নয়জনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় পুলিশ বুধবার সন্ধ্যায় জুলফিকার আলী মিনুকে আটক করে। এ ঘটনার পর আরো উত্তপ্ত হয়ে উঠে কানাইপুর। গত বৃহস্পতিবার ফকির বেলায়েত হোসেনের সমর্থক জুলফিকার আলী মিনুর বিচার চেয়ে বিক্ষোভ মিছিল করা হয়। শুক্রবার সকালে মিনুর পক্ষের লোকজন কানাইপুর বাজারে পাল্টা মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশ করে।

সমাবেশে ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইউপি চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেন মানি লন্ডারিংহ কয়েকটি মামলার আসামি হওয়ায় বর্তমানে পলাতক রয়েছেন।

 

সর্বশেষ খবর