শনিবার, ৩ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

খড়ের দামে বিপাকে গো-খামারিরা

দিনাজপুর প্রতিনিধি

খড়ের দামে বিপাকে গো-খামারিরা

দিনাজপুরে খড় বিক্রির হাটে ক্রেতা-বিক্রেতারা -বাংলাদেশ প্রতিদিন

টানা বর্ষণ ও কয়েক দফা বন্যার কারণে উত্তারঞ্চলের বিভিন্ন এলাকায় গো-খাদ্যের ঘাটতি দেখা দিয়েছে। চাহিদার তুলনায় খড় সরবরাহ কম থাকায় দিনাজপুরে দাম বাড়তির দিকে। গো-খাদ্যের (খড়) দাম বাড়ায় বিপাকে পড়েছেন গো-খামারি ও প্রান্তিক চাষিরা। জানা যায়, কিছুদিন আগেও যেখানে খড়ের প্রতি আঁটির (২০ পিস) দাম দিল ১০০ টাকা-বর্তমানে তা বেড়ে প্রকারভেদে ২৫০-৩০০ টাকা করে বিক্রি হচ্ছে। দিনাজপুরের বীরগঞ্জ, হাকিমপুরের গ্রামগুলো থেকে প্রতিদিন বিভিন্ন এলাকার খড় ব্যবসায়ীরা এসে কৃষকদের বাড়ি বাড়ি ঘুরে খড়ের গাদা কিনে নিচ্ছেন। বীরগঞ্জ বাজারের খড় ব্যবসায়ী বিরেন রায় বলেন, আমি সারা বছরই খড়, কাঁঠাল পাতা ও ন্যাপিয়ার ঘাস বিক্রি করি। এবার দেশের বিভিন্ন স্থানে বন্যা হওয়ায় ওই অঞ্চলে গো-খাদ্যের তীব্র ঘাটতি দেখা দিয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর