শিরোনাম
রবিবার, ৪ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

বিচার বিভাগের জমি দখল করে ভবন নির্মাণ

বাগেরহাট প্রতিনিধি

আইন মন্ত্রণালয়ের মালিকানাধীন স্থানীয় বিচার বিভাগের জমি দখল করে একাধিক ভবন নির্মাণের অভিযোগ উঠেছে বাগেরহাট জেলা আইনজীবী সমিতির বিরুদ্ধে। জেলা জজ আদালতের ভাষ্য, দীর্ঘদিন ধরে তারা জমির বিরোধ নিরসনের উদ্যোগ নিলেও আইনজীবীরা নানা অজুহাতে তা এড়িয়ে যাচ্ছেন। জেলা আইনজীবী সমিতি অবশ্য এ সব জমির মালিকানা তাদের বলে দাবি করেছে। যদিও তারা জমির কোনো দলিল দেখাতে পারেনি। ভবনের জমি ছাড়াও তারা বিচার বিভাগের আরও কিছু জমির মালিকানা দাবি করে তারকাঁটা দিয়ে ঘিরে দিয়েছে বলেও অভিযোগ আছে।

জানা যায়, বাগেরহাট নতুন আদালত এলাকায় একটি চারতলা এবং তার পাশে আরও একটি চারতলা ভবন নির্মাণ করছে জেলা আইনজীবী সমিতি। এছাড়া শহরের পুরাতন কোর্ট এলাকায় তিন তলা একটি ভবন নির্মাণ করে সেখানে বাণিজ্যিকভাবে ভাড়া দেওয়া হয়েছে। আইনজীবী সমিতি আরও একটি ভবনের দাবি তুললে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের নিজস্ব মালিকানায় থাকা জমিতে ছয়তলা ভবন করতে প্রায় সাড়ে চার কোটি টাকা বরাদ্দ দেন। তারা এই বরাদ্দ পেয়ে বিচার বিভাগের মালিকানাধীন জমি বরাদ্দ চাইলে বিচার বিভাগ মানবিক কারণে ১৮ দশমিক ৪৮ শতাংশ মৌখিকভাবে বরাদ্দ দেয়। সেখানে একটি ছয়তলা ভবন নির্মাণ কাজ চলছে। অভিযোগ আছে আইনজীবী সমিতিকে যে পরিমাণ জমি বিচার বিভাগ বরাদ্দ দিয়েছে তারা তার চেয়ে বেশি দখল করে তারকাঁটা দিয়ে ঘিরে নিয়েছে। জেলা ও দায়রা জজ আদালতের এ অভিযোগ অস্বীকার করেছেন বাগেরহাট আইনজীবী সমিতির সভাপতি ড. একে আজাদ ফিরোজ টিপু।

সর্বশেষ খবর